Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

১। দু:স্থ মহিলা উন্নয়ন ভিজিডি কর্মসুচী : ভিজিডি কর্মসুচির আওতায় প্রতি ২ বছর বা ২৪ মাসে উপজেলা (সকল ইউনিয়ন হতে) নির্বাচিত অতিদরিদ্র মহিলাদেরকে মাসিক ফেরত যোগ্য সঞ্চয়ের বিনিময়ে ৩০ কেজি খাদ্যশস্য প্রদান করা হয় এবং চুক্তিবদ্ধ এনজিও এর মাধ্যমে জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষন এবং টেকসই আয় বৃদ্ধি কর্মকান্ডের প্রশিক্ষণ সেবা প্রদানকরা হয় । চাটখিল উপজেলা উপজেলা ভিজিডি সুবিদা ভোগী ৮৫০ জন ও ল্যাকেটেটিং মাদার তহবিল ভাতা পায় ।

২। দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসুচি : চাটখিল উপজেলা ০৯টি ইউনিয়নে ১৩৭৭ জন ভাতা ভোগী নির্বাচিত ভাতাভোগীকে মাসিক ৮০০/- টাকা হারে ভাতাভোগীর নিজস্ব ব্যাংক হিসাবে ৩ বছর পর্যন্ত ভাতার অর্থ প্রদান করা হয় । চাটখিল পৌরসভার ৪৬০ জন সুবিদা ভোগীকে ল্যাকেটেটিং মাদার ভাতা প্রদান করা হয় ।

৩। মহিলাদের আত্ব কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋন কার্যক্রম । প্রধান কার্যালয় হতে প্রাপ্ত তহবিল এবং ক্রম পুজিুতি তহবিল হতে নীতিমালা অনুযায়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে নিধারিত ফরম পূরণ পূর্বক উপকারভোগী নির্বাচন করে ৫,০০০/- টাকা থেকে সর্বোচ্ছ ১৫,০০০/- টাকা পর্যন্ত ঋীন বিতরণ করা হয় । চাটখিলে ক্ষুদ্র ঋীন সুবিদাভোগী ২৫৫ জন ।

৪। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও নিয়ন্ত্রন । মহিলাদের আর্থিক সামাজিক ও কর্মসংস্থানের কার্যক্রম আরো স্মপ্রসারনের লক্ষে সেচ্ছাসেবী মহিলা গঠন আবেদনের প্রেক্ষিতে সমূহের নিবন্ধন ও নিয়ন্ত্রন করা হয় । অনুদান প্রদান করা হয়, চাটখিলে ২টি মহিলা সমিতি সক্রিয়।

৫। নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহ প্রতিরোধ । মহিলা ও শিশু আইনগত সহায়তা প্রদানের লক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়ে স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন এবং বাল্য বিবাহের অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয় ।

৬। দু:স্থ মহিলা ও শিশুদের এক কালীন সাহায্য প্রদানের লক্ষ্যে দরিদ্র মহিলা ও শিশুদের আর্থিক সাহায্য প্রদান করা হয় ও আবেদনের প্রেক্ষিতে আর্থিক সাহায্য প্রদান করা হয় ।

৭। নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হয় ।